উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ সালের 'ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (WSIS)' পুরষ্কার এর জন্য তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ৪টি উদ্যোগ মনোনীত হয়েছে। উদ্যোগগুলো হল, 'সেবা প্রদ্ধতি সহজীকরন-এসপিএস (ক্যাটাপগরী-৬), পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাপগরী-৭), শিক্ষক বাতায়ন (ক্যাটাপগরী-৯) এবং কৃষকের জানালা (ক্যাটাপগরী-১৩)। বর্ণিত ৪টি উদ্যোগকে চুড়ান্ত বিজয়ী করতে এবং বিশ্বের অন্যান্য দেশের উদ্যোগের সাথে প্রতিযোগিতায় লড়াই করে পর পর ৩ বার এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ভোট দরকার। আর একটা ই-মেইল থাকলেই অনলাইনে ভোট প্রদান করা সম্ভব। এমতাবস্থায়, মহোদয়ের অফিসসহ বিভিন্ন সকরারি-স্বায়ত্বশাসিত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, আইটি প্রতিষ্ঠান, সাইবার ক্যাফেসহ সংশ্লিষ্ট সকলকে ভোট প্রদানের আয়োজনসহ এ বিষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানানো হলো। ভোট প্রদানের পদ্ধতি সম্বলিত পত্র সংযুক্ত। ভোট দেয়ার জন্য আপনার একটা ই-মেইল অ্যাকাউন্টই যথেষ্ট। আপনাদের ভোটেই গত ২ বছর বাংলাদেশ WSIS Award পেয়েছিল।
ভোট দেয়ার নিয়মাবলী (ভিডিও): https://goo.gl/OGO9Ff
ভোট করার নিয়মাবলী (pdf) দেখতে ক্লিক করুন- https://goo.gl/ahMTJO
ভোট দেয়ার লিংক- http://goo.gl/4fRVNh
মোঃ রেজাউল করিম
উদ্যোক্তা
14নং হাইতকান্দি ইউ,পি
মিরসরাই, চট্টগ্রাম ।
মোবাইলঃ 01824822849
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস